শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে ইয়াবা রাখার দায়ে ঝালকাঠির মাদক ব্যবসায়ী রুবেল হাওলাদার নামে এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকার অর্থদণ্ড দেওয়া হয়েছে। বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক কেএম শহীদ আহম্মেদ সোমবার বিকেলে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত রুবেল হাওলাদার ঝালকাঠি জেলার বীরমহল এলাকার ছালাম হাওলাদারের ছেলে।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী হুমায়ুন কবির জানান, ২০১৬ সালের পহেলা আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ বরিশালের বানারীপাড়া উপজেলার বোর্ড স্কুলের সামনে অভিযান চালিয়ে ৪৬২ পিস ইয়াবাসহ রুবেলকে আটক করে। এ ঘটনায় ওই দিন র্যাবের ডিএডি মামুনুর রশিদ বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করেন।
একই বছর ৩১ আগষ্ট মামলার তদন্ত কর্মকর্তা বানারীপাড়া থানার এসআই জসিম উদ্দিন একমাত্র আসামি রুবেলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। ট্রাইব্যুনালে ৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক ওই রায় দেন।
Leave a Reply