শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:৪২ পূর্বাহ্ন
গৌরনদী প্রতিনিধি॥ মাদক মামলায় বরিশালের গৌরনদী উপজেলার আব্দুস সামাদ আকন মুন্নাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের দণ্ডাদেশের আদেশ দেয়া হয়। বৃহস্পতিবার বিকেলে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রফিকুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সামাদ আকন উপজেলার কাসেমাবাদ এলাকার মৃত আব্দুল মালেক আকনের ছেলে।
বেঞ্চ সহকারি হেদায়েতুন নবী জাকির জানান, ২০১৮ সালের ২৭ অক্টোবর র্যাব-৮ এর ডিএডি মামুনুর রশিদ ফোর্স নিয়ে উপজেলার বাটাজোড় বাজারের দক্ষিণে ব্রিজের ওপর অভিযান চালিয়ে ৩৯৭ পিস ইয়াবাসহ সামাদ আকনকে আটক করে। ওইদিন তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
একই বছর ১৬ ডিসেম্বর তদন্তকারী কর্মকর্তা গৌরনদী থানার এসআই তাজেল ইসলাম একমাত্র সামাদকে দোষী করে মামলার চার্জশিট জমা দেন। আদালতের বিচারক ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এই রায় ঘোষণা করেন।
Leave a Reply