শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০২:৩০ পূর্বাহ্ন
গৌরনদী প্রতিনিধি॥ বরিশালের গৌরনদী পৌরসভার সুন্দরদী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও ফেনসিডিলসহ জামাই ও তার শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুরে গৌরনদী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার একদল পুলিশ শুক্রবার দুপুরে সুন্দরদী এলাকায় অভিযান চালিয়ে নবীন সরদার ও তার শাশুড়ি বেবী বেগমকে গ্রেপ্তার করে।
এসময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ও দুই বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের পর আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
Leave a Reply