শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০১:০৫ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে ইয়াবাসহ ৩ কারবারিকে আটক করেছে র্যাব ও পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
বরিশাল নগরীর সদর রোড থেকে ইয়াবাসহ সঞ্জয় মিত্র ওরফে কালা (৪৯) ও আবিরুর জামান ওরফে অপু (৩০) দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
কোতোয়ালি মডেল থানার অদূরে ‘সকাল সন্ধ্যা মিষ্টান্ন ভাণ্ডার’র সামনে থেকে বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশের এসআই খাইরুল আলমের নেতৃত্বাধীন একটি টিম।
এ দিকে র্যাব-৮ নগরীর আলেকান্দা থেকে শাহিন হাওলাদার নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে। তার কাছ থেকে ৯৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি একই এলাকার আবদুল খালেক হাওলাদারের ছেলে।
ডিবি পুলিশ জানায়, শহরের চিহ্নিত মাদক বিক্রেতাদের দু’জন কালা ও অপু ইয়াবা বিক্রির উদ্দেশে সদর রোডে ঘোরাঘুরি করতে থাকে। খবর পেয়ে ডিবি পুলিশের এসআই খাইরুল আলমের নেতৃত্বাধীন টিমটি সেখানে হানা দিয়ে তাদের দু’জনকে গ্রেফতার করে। পুলিশ উভয়ের শরীরে তল্লাশি চালিয়ে ১০০ ইয়াবা উদ্ধার করে।
গ্রেফতার কালা সদর উপজেলা ৫নং চরমোনাই ইউনিয়নের রাজারচর গ্রামের মিস্ত্রি বাড়ির মৃত বিরাজ মিস্ত্রির ছেলে এবং অপু উজিরপুরের হারতা ইউনিয়নের দক্ষিণপাড়া ৪ নাম্বার ওয়ার্ডের মো. দেলোয়ার হোসেনের ছেলে। তবে কালা নগরীর হাটখোলা ও অপু দফতরখানা এলাকায় ভাড়াটিয়া বাসায় বসবাস করেন। উভয় ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি মডেল থানায় দুইটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply