শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:৪৪ অপরাহ্ন
থানা প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়ায় থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে থানার তালিকাভুক্ত পাইকারী মাদক ব্যবসায়ি জাহিদ হাওলাদারকে বিপুল পরিমান ইয়াবা ও তার এক সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, মাদক কেনা-বেচার গোপন সংবাদের ভিত্তিতে এসআই মনির হোসেন সঙ্গিয় ফোর্স নিয়ে সোমবার রাতে অভিযান চালিয়ে উপজেলার গৈলা ব্রীজ এলাকা থেকে থানার তালিকাভুক্ত মাদকের গড ফাদার ও একাধিক মাদক মামলার আসামী পশ্চিম সুজনকাঠি গ্রামের সুলতান হাওলাদারের ছেলে মো. জাহিদ হাওলাদার(২৮) কে ৫৩পিচ ইয়াবাসহ গ্রেফতার করেন। এসময় জাহিদের ঘনিষ্ট সহযোগী ফুল্লশ্রী গ্রামের রামপ্রসাদ দাশের ছেলে ননী গোপাল দাশ (২২)কে গ্রেফতার করে পুলিশ।
এ ঘটনায় এসআই মনিরুজ্জামান বাদী হয়ে মঙ্গলবার সকালে দুই জনকে আসামী করে মামলা দায়ের করেছেন,যার নং-৭।
অন্যদিকে একই রাতে শহরের বাইপাস বাস ষ্ট্যান্ড থেকে কোটালীপাড়া থানার নওদা গ্রামের মৃত শহর আলী হাওলাদারের ছেলে বাবুল হাওলাদার (৪৫)কে গাঁজাসহ গ্রেফতার করেন এসআই সুজন হালদার। ওই ঘটনায় তিনি বাদী হয়ে সোমবার রাতেই মামলা দায়ের করেন,যার নং-৬। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়িদের মঙ্গলবার আদালতে প্রেরণ করেছে পুলিশ।
Leave a Reply