মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধি।। বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ১১শ’ পিস ইয়াবাসহ দুলাল শরীর (৩৬) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে তাকে উপজেলার মাগুরা গ্রামের চৌরাস্তা মোড় থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুলাল শরীর ওই উপজেলার সুন্দরদী গ্রামের মৃত ইউনুস শরীফের ছেলে।পুলিশ জানিয়েছে, দুলাল শরীর চিহ্নিত একজন মাদকবিক্রেতা। এর আগেও সে একাধিকবার মাদকসহ গ্রেফতার হয়েছিল সে।
কিন্তু আদালত থেকে জামিনে মুক্ত হয়ে ফের মাদকবিক্রিতে জড়িয়ে পড়ে।আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুলাল শরীফকে গ্রেফতার করা হয়। ওই সময় তার শরীরে তল্লাশি করে ১১০০ পিস ইয়াবা পাওয়া যায়।এই ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
Leave a Reply