মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:০৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল নগরীতে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২০ পিস ইয়াবা ট্যাবলেট। গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ীরা হলো- পিরোজপুরের স্বরুপকাঠী (নেছারাবাদ) উপজেলার দোহারী ইউনিয়নের সুকুমার মৃধার ছেলে ও বর্তমানে বরিশাল নগরীর বিএম কলেজ এলাকার বাসিন্দা অনিন্দ্য মৃধা (১৯)।অপরজন ঝালকাঠির নলছিটি উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের জলিল আকনের ছেলে ও বর্তমানে বরিশাল নগরীর হাসপাতাল রোডের বাসিন্দা মো. জামাল আকন (২৪)।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকালে নগর পুলিশের গোয়েন্দা শাখার এসআই ইউনুস আলী ফরাজী’র নেতৃত্বে অভিযান চালিয়ে ১৯ নম্বর ওয়ার্ডস্থ নতুন বাজার মথুরানাথ পাবলিক স্কুলের সামনে থেকে তাদের দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবা সহ গ্রেফতার করা হয়।এ ঘটনায় গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আলী ফরাজী বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
Leave a Reply