সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:৩০ পূর্বাহ্ন
থানা প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে চার মাদক মামলার আসামী সরোয়ার সরদারসহ দুই কারবারিকে ইয়াবাসহ গ্রেফতার করে পৃথক মামলা দায়ের করেছে। থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন জানান, মাদক কেনা বেচার খবর পেয়ে রবিবার রাতে পিএসআই আলমগীর হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার পশ্চিম সুজনকাঠি গ্রামের শাহ আলম সরদারের বাড়ির ভাড়াটিয়া সরোয়ার সরদার (৪২) কে ১০পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সরোয়ার পাশ্ববর্তি গৌরনদী থানার নরসিংহলপট্টি গ্রামের তৈয়ব আলী সরদারের ছেলে। সরোয়ারের বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় তিনটি ও গৌরনদী থানায় ১টিসহ মোট চারটি মাদক মামলা রয়েছে। এঘটনায় পিএসআই আলমগীর হোসেন বাদী হয়ে ওই রাতেই মামলা দায়ের করেছেন, নং-৯(১০.৩.১৯)।
অন্যদিকে একই রাতে অভিযান চালিয়ে উপজেলা বেলুহার গ্রামের ফারুক সন্যামতের ছেলে সোহাগ সন্যামত (৩২) কে ৬পিচ ইয়াবাসহ এসআই সুজন হালদার গ্রেফতার করেন। মাদক উদ্ধারের ঘটনায় এসআই সুজন হালদার বাদী হয়ে সোমবার সকালে মামলা দায়ের করেছেন, নং-১০ (১১.৩.১৯) গ্রফতারকৃতদের সোমবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply