সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:৩৭ অপরাহ্ন
থানা প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন কারবারিকে গ্রেফতার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ।থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন জানান, বৃহস্পতিবার রাতে বাকাল গ্রামের গ্রামীণ ফোন টাওয়ারের সামনে থেকে এসআই সুজন হালদার সঙ্গিয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ওই উইনিয়নরে কোদালধোয়া গ্রামের দীপক বালার ছেলে ইয়াবা কারবারি পিযুষ বালা (৩২),
রাম প্রসাদ দাসের ছেলে শেখর দাস (৩০) ও রাধানাথ বৈষ্ণবের ছেলে রঞ্জন বৈষ্ণব (৩৩)কে পাঁচ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেন।এ ঘটনায় এসআই সুজন হালদার বৃহস্পতিবার রাতেই মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন,য়ার নং-১৬,(২১/০৩/১৯)।
গ্রেফতারকৃতদের শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেলন করেছে পুলিশ।
Leave a Reply