শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৬:৪৯ পূর্বাহ্ন
হিজলা প্রতিনিধি॥ বরিশালের হিজলা উপজেলার মৌলভীরহাট লঞ্চঘাট এলাকায় অবৈধ টিনের চিমনি ব্যবহৃত শাম্মী ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান চালানো হয়েছে। শুক্রবার দুপুর সোয়া ১২ টায়, হিজলা থানা পুলিশের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করেন, হিজলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমীনুল ইসলাম।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমীনুল ইসলাম বলেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশে শুক্রবার দুপুর সোয়া ১২ টায়, মৌলভীরহাট লঞ্চঘাট এলাকায় শাম্মী ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান চালানো হয়েছে। এসময় তাকে সহযোগিতা করেছে হিজলা থানার পুলিশ সদস্যরা। অভিযানে শাম্মী ইটভাটায় ব্যবহৃত টিনের দুটি চিমনি বিনষ্ট করা হয়েছে। ইট ভাটায় ২ হাজার মণ জ্বালানি কাঠও জব্দ করা হয়েছে। লাইসেন্স ছাড়া ইট পোড়ানোর অপরাধে
“ইট পোড়ানো ও ভাটা স্থাপন ( নিয়ন্ত্রণ ) আইন, ২০১৩” অনুযায়ী আলমগীর হোসেনকে ৪ মাস এবং এস এম বিপ্লবকে ২ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি জব্দকৃত জ্বালানি কাঠ আইন অনুসারে, নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দিয়ে, চালানের কপিসহ প্রতিবেদন দাখিলের জন্য ঐ এলাকার ইউপি সদস্যকে আদেশ করা হয়েছে।
তিনি আরো জানান, প্রকৃতি, পরিবেশ ও প্রতিবেশ এর ভারসাম্য রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে। পাশাপাশি এ কাজ সফল করতে সকলের সহযোগিতা আশা করছেন তিনি।
Leave a Reply