শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন
মুলাদী প্রতিনিধি॥ মুলাদীতে নাজিরপুর ইউনিয়ন পরিষদে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় দিপু তালুকদার নামের এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় উপজেলার পৌর এলাকার পাইতিখোলা খেয়াঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে সোমবার সকালে জেলহাজতে প্রেরণ করা হয়।
দিপু তালুকদার দক্ষিণ নাজিরপুর গ্রামের বাচ্চু তালুকদারের ছেলে। গত ৭ মে জেলেদের চাল বিতরণের সময় নাজিরপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বাদল খানের নেতৃত্বে হামলা চালিয়ে কয়েকজনকে আহত করা হয়। ওই ঘটনায় ১৪ মে সন্ধ্যায় ইউপি চেয়ারম্যান আবু হাসানাত জাপান ১৩জনকে আসামী করে মুলাদী থানায় মামলা দায়ের করেন।
Leave a Reply