রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:৩৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি ও মহানগর শ্রমিক লীগের সভাপতি মো. আফতাব হোসেনকে অবাঞ্চিত ঘোষনা করেছে শ্রমিকরা। বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে প্রায় দুই থেকে আড়াইশ শ্রমিক নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থান নিয়ে এই ঘোষনা করেন। তার আগে বৃহস্পতিবার সকালে বাস মালিক সমিতি (গ্রুপ) কার্যালয়ে প্রবেশ করতে চাইলে আফতাব হোসনকে বাঁধা প্রদান করে শ্রমিকরা।
সাধারণ শ্রমিকরা অভিযোগ করেন, শ্রমিকদের বিচার সালিশ করলে করবে শ্রমিক ইউনিয়ন। কিন্তু বাস মালিক নেতা আফতাব হোসেন সকল বিষয়ে নাক গলান। তিনি বিচারের নামে শ্রমিকদের নির্যাতন করছে। তার করা অনিয়মই নিয়ম হিসেবে বাধ্য হয়ে মেনে নিতে হয়। কেন প্রতিবাদ করলে তাকে অকথ্য ভাষায় গালি, মারধর সহ বিভিন্নভাবে নাজেহাল করে থাকেন।
শ্রমিক নেতা ও বিসিসি’র ৩০নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর কালাম মোল্লা বলেন, আফতাব হোসেন একজন সুযোগ সন্ধানী লোক। তিনি তার প্রয়োজনে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের ব্যবহার করতেও দিধাবোধ করে না। আফতাব হোসেন দীর্ঘ ২৭ বছর ধরে সাধারণ মালিক এবং শ্রমিকদের ভাগ্য নিয়ে খেলা করছে। যখন যে সরকার আসুক তার পক্ষাবলম্বন করে দুর্নীতি এবং লুটপাট করছে। এজন্যই শ্রমিক এমনকি মালিকরাও এখন তার প্রতি বিরক্ত। তাই শ্রমিকরা আফতাবকে অবাঞ্চিত ঘোষনা করেছে।
এদিকে প্রত্যক্ষর্শীরা জানায়, বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে ওয়ার্ড কাউন্সিলর আব্দুল কালাম মোল্লা বিশাল একটি মোটর সাইকেল বহরে দুই থেকে আড়াইশ বাস ও থ্রি-হুইলার শ্রমিক নিয়ে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে প্রবেশ করেন। এসময় তিনি সকলের সামনে আফতাব হোসেনকে অবাঞ্চিত ঘোষনা করেন। তার এই ঘোষনার সাথে একাত্ততা প্রকাশ করে বাস মালিক গ্রুপের সভাপতি আফবাত হোসেন এর পদত্যাগ দাবী করেন সাধারণ শ্রমিকরাও।
অবশ্য এই ঘটনাটিকে ষড়যন্ত্র বলে দাবী করেছেন বরিশাল জেলা বাস মালিক গ্রুপ ও মহানগর শ্রমিক লীগের সভাপতি আফবাত হোসেন। তিনি বলেন, সমিতির আইন অনুযায়ী আমি কাজ করছি। যা একটি মহলের পছন্দ হচ্ছে না। একটি মহল আমাকে নিয়ে ষড়যন্ত্র করছে। তাছাড়া আমি শ্রমিকদের নেতা নয়। আমি মালিক সমিতির সভাপতি। পদত্যাগ চাইলে মালিকরা চাইতে পারে। শ্রমিকদের কথায় পদত্যাগ প্রশ্নই আসে না।
উল্লেখ্য, গত বুধবার দুপুরে রাস্তার মাঝে বাস থামিয়ে যাত্রী নামানোর কারনে বাসের চালক সহ দু’জনকে মারধর করেন বাস মালিক গ্রুপের সভাপতি আফবাত হোসেন। এর প্রতিবাদে অন্যান্য শ্রমিকরা বাস চলাচল বন্ধ রেখে ঘন্টাব্যাপী বিক্ষোভ করে। ওই সময় শ্রমিকদের কাছে ক্ষমা চান আফতাব হোসেন।
পরে পরিস্থিতি শান্ত হলেও বৃহস্পতিবার থেকে আফতাব হোসেনকে মালিক সমিতি কার্যালয়ে যেতে দিচ্ছে না শ্রমিকরা।
Leave a Reply