শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:২৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলা ও মহানগর আওয়ামীলীগের উদ্যোগে বিজয় র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে নগরীর সদর রোডে এ র্যালী অনুষ্ঠিত হয়। সোহেল চত্বরস্থ দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর।
উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা মাহাবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি সাইদুর রহমান রিন্টু, যুগ্ম সাধারন সম্পাদক হাসান মাহামুদ বাবু, এ্যাডভোকেট রাজিব, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোয়াজ্জেম হোসেন চুন্নু, সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র এ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনসহ অন্যান্য নেতা-কর্মীরা।
এসময় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, একটি পক্ষ আগামী নির্বাচনকে বানচাল করতে চায়। এরা স্বাধীনতা বিরোধী। তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। বরিশাল-৫ আসনে আওয়ামীলীগের সবাইকে সাদিক আব্দুল্লাহর সাথে থাকতে হবে। সবাই মিলে ঐক্য গড়ে তুলে তাকে ৭ জানুয়ারী নির্বাচনে বিজয়ী করতে হবে।
পরে একটি বিজয় র্যালী সোহেল চত্বর থেকে বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে।
Leave a Reply