মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০২:৫০ অপরাহ্ন
থানা প্রতিনিধি।। বরিশালের মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ফখরুল ইসলামকে (৪৫) কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।শনিবার (১৫ জুন) দুপুরে উন্নত চিকিৎসার জন্য মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।এর আগে সকাল ১১টার দিকে ওই ইউনিয়নের চরহোগলা গ্রামের হাওলাদার বাড়ির সামনে তার ওপর এ হামলার ঘটনা ঘটে। ফখরুল ওই গ্রামের মৃত আবুল হোসেন চাঁন মিয়ার ছেলে।
স্থানীয় ও নিহত ব্যক্তির স্বজনরা জানান, পূর্ব শত্রুতা ও বখাটেপনার বিরোধিতা করায় স্থানীয় বখাটে মিজান, ইসমাইল, ফারুকসহ তাদের সহযোগিরা ফখরুলের ওপর অতর্কিত হামলা চালান। এসময় তাদের সঙ্গে থাকা লাঠি ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবিদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় তরুণদের দু’টি পক্ষের মধ্যে ঝামেলাকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Leave a Reply