সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন
মোঃ মাসুদ সরদার, গৌরনদী প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় অপহরণের তিন দিন পর অপহৃতা স্কুল ছাত্রী উদ্ধার করা সহ অপহরককে গ্রেফতার করেছে পুলিশ। অপহৃতাকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, উপজেলার সেরাল গ্রামের সরফুদ্দিন হাওলাদারের মেয়ে ও সেরাল মাধ্যমিক বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষাা দেয়া ছাত্রী উম্মে শাহারা অনন্যা (১৬)কে সোমবার রাতে নিজ বাড়ি থেকে অপহরণ করে একই উপজেলার উত্তর পতিহার গ্রামের তৈয়ব আলী সরদারের ছেলে আরিফ সরদার (২৮)।
অনন্যার বাবা একটি বেসরকারী ব্যাংকে ঢাকায় চাকুরী করার সুবাদে তার মা শীলা বেগম বাদী হয়ে থানায় অপহরণ মামলা দায়ের করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাসির উদ্দিন বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে অপহরক আরিফ সরদাররের বাড়ি থেকে স্কুল ছাত্রী অনন্যাকে উদ্ধার করে এসময় অপহরক আরিফকে গ্রেফতার করে।আজ শুক্রবার সকালে গ্রেফতারকৃত আরিফকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় জেল হাজতে ও ভিক্টিমকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply