বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৯:১৪ পূর্বাহ্ন
থানা প্রতিনিধি॥ বরিশালের হিজলা উপজেলায় ১২ জুলাই রবিবার সকাল ১০ টায় হিজলার সীমানা রক্ষা এবং নদী ভাঙন রোধে সংসদ সদস্য গ্রুপ এবং উপজেলা আওয়ামীলীগ সভাপতির গ্রুপের পাল্টাপাল্টি মানববন্ধন কর্মসূচী স্থগিত করে দিয়েছে হিজলা উপজেলা প্রশাসন।
পরিস্থিতি শান্ত রাখতে আজ সকাল ৬ টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা কার্যকর থাকবে। সকাল থেকেই মানববন্ধন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও হিজলার গুরুত্বপূর্ণ স্থানেও পুলিশ টহল দিচ্ছে।
এ ব্যাপারে হিজলা উপজেলা নির্বাহী অফিসার গকুল চন্দ্র কবিরাজ গতকাল ইনিউজ৭১ কে জানান, করোনা পরিস্থিতির কারণে দেশের সব স্থানেই জনসমাবেশ নিষিদ্ধ। করোনা পরিস্থিতির কারণে এবং এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে উক্ত মানববন্ধন স্থগিতের নির্দেশ প্রদান করা হয়েছে।
Leave a Reply