সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৭:৫২ পূর্বাহ্ন
হিজলা, থানা প্রতিনিধ॥ বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুরের ছয়গাও এলাকার মেঘনা নদীতে প্রবল স্রোতে ট্রলার ডুবে শাহিদা বেগম(৫০) এবং সাইমুন(৪) নামে দুজন নিখোঁজ রয়েছে। হিজলা নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মিগণ ঘটনার স্থানে উপস্থিত রয়েছে।দুর্ঘটনা ব্যাপারে হিজলা নৌ পুলিশের ফাঁড়ির ইনচার্জ মোঃ বেলাল হোসেন জানান, ১ জুলাই বুধবার রাত সাড়ে ৮ টার দিকে নিজস্ব ট্রলারে ১১ জন লোক নিয়ে ছয়গাও এলাকা থেকে মেঘনা নদী পাড়ি দিয়ে বিশকাঠালি নামক স্থানে যাওয়ার সময় প্রবল স্রোতে পরে নাছকাঠি এলাকায় ট্রলারটি ডুবে যায়।
উক্ত ঘটনায় স্থানীয়দের সহায়তায় ৯ জন তীরে উঠতে পারলেও শাহিদা বেগম(৫০) এবং সাইমুন(৪) নামে দুজন এখনো নিখোঁজ রয়েছে। তিনি আরো জানান, হিজলা নৌ পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মিগণ উদ্ধারের কাজে ঘটনার স্থানে উপস্থিত রয়েছেন। তবে তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজে একটু সমস্যা হচ্ছে।
Leave a Reply