বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন
থানা প্রতিনিধি॥ বরিশালের হিজলা উপজেলায় রহিমা বেগম নামে এক গৃহবধূ ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার সন্ধ্যার দিকে উপজেলার বাহেরচর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রহিমা ওই গ্রামের কবির হোসেনের স্ত্রী।
হিজলা থানার ওসি আসীম কুমার সিকদার জানান, লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল প্রেরণ করা হয়েছে। রহিমার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কিছু বিষয় নিয়ে কথায় কাটাকাটি হয়। এর এক পর্যায়ে স্ত্রী রহিমা তার বাবার বাড়িতে ফোন করে বলে বাবার বাড়ি চলে আসবে। একথা শুনে ছোট বোনে স্বামী শ্রীপুর গ্রামের ফারুক ঘটনাস্থলে আসে। পরে বিবাদ শুনে রহিমার স্বামী ও ভগ্নীপতি ফারুক পার্শ্ববর্তী চায়ের দোকানে যায়। ২ জনেই চা খেয়ে বাড়িতে এসে দেখে ঘরের দরজা বন্ধ।
এই দেখে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে দেখেন, ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়েছে। গলার ফাঁস খুলে জীবিত আছে দেখে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে রহিমার লাশ তার বাবার বাড়ি শ্রীপুর নিয়ে যায়। সেখান থেকে হিজলা থানা পুলিশ রহিমার স্বামী কবিরকে আটক করে।
Leave a Reply