সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:১৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, ‘বরিশাল হাইটেক পার্ক হবে একটি অত্যাধুনিক শিক্ষা ক্যাম্পাস। যেখানে থাকবে অডিটরিয়াম, থিয়েটার, সুইমিংপুল এবং সিনেপ্লেক্সসহ বিভিন্ন সুযোগ সুবিধা। বরিশালের যুবসমাজের উন্নয়নে এই অত্যাধুনিক হাইটেক পার্ক ভুমিকা রাখবে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর নথুল্লাবাদ এলাকায় নির্মানাধীন হাইটেক পার্কের কার্যক্রম পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেছেন।
এসময় প্রতিমন্ত্রী ছাড়াও বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহীদুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) খায়রুল আলম জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরী।
এর আগে দুপুরে ঝালকাঠি পরিদর্শন শেষে বরিশালে আসেন প্রতিমন্ত্রী। বরিশাল সার্কিট হাউসে পৌছলে সেখানে সিটি কর্পোরেশন, জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
হাইটেক পার্ক পরিদর্শনকালে প্রতিমন্ত্রী আরো বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তুলতে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর বিচক্ষনতার কারনেই আজ দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। ‘বরিশালে প্রতিটি ক্ষেত্র ডিজিটাল হবে। স্কুল-কলেজের স্থাপন করা হবে শেখ রাসেল ডিজিটাল ল্যাব। যেখানে আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে পারবেন সকাল পর্যায়ের শিক্ষার্থীরা।
Leave a Reply