বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১২:২৫ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল //এক পরিচ্ছন্নকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ দেবনাথের স্ত্রীর ওপর। ময়লা পরিষ্কার করাকে কেন্দ্র করে পংকজের স্ত্রীর নির্দেশে পরিচ্ছন্নকর্মী এরশাদকে গত রোববার মারধর করে ওই সংসদ সদস্যের গাড়ির চালক। এতে কয়েকদিন ধরে ধানমন্ডির-৩২ নম্বরের এমপির বাসভবনের ২৪টি পরিবারের কাছ থেকে ময়লা নেওয়া বন্ধ করে দিয়েছিল পরিচ্ছন্নকর্মীরা। ফলে ময়লার গন্ধে বাসার অন্যান্য বাসিন্দারা পড়েছেন বেশ বিপাকে। পরিচ্ছন্নকর্মী এরশাদ বলেন, ভুলবশত এমপি সাহেবের ফ্লাটের সামনে কিছু ময়লা পড়ে গিয়েছিল। আমি মাথায় ড্রাম নিয়ে নিচে নামছিলাম, এমন সময় কিছু বুঝে ওঠার আগেই আমাকে পেছন থেকে মারধর শুরু করে।
এরশাদের সাথে সহযোগী হিসেবে ছিলেন হামিদা। তিনি বলেন- ‘আমি পেছন থেকে থামাতে গেলেও আমার কথা না শুনে মারতে থাকে। আমরা গত ৩০ বছর ধরে এই এলাকায় ময়লার পরিষ্কার করার কাজ করি। কেউ কোনো দিন আমাদের ওপর হাত তুলেনি। অথচ ছোট একটা বিষয় নিয়ে তাকে মারধর করে। সে একজন ছোট ছেলে। তার কোনো ভুল হলে বড়দের বলবে।
ধানমন্ডি-৩২ নম্বার সড়কের পরিষ্কারকর্মীদের পরিচালনা করে জসিম। তিনি বলেন, যাকে মারধর করা হয়েছে সে খুব সরল ছেলে তাকে এভাবে মারধর করা ঠিক হয়নি। ব্যাপারটি সমাধান করতে সাংসদের স্ত্রীর কাছে গিয়েছিলেন আক্তার। এ সময় তার সাথেও খারাপ ব্যবহার করে এবং বলে এ ব্যপারে আমি কিছু জানি না।
এ বিষয়ে সংসদ সদস্য পংকজ দেবনাথের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ব্যপারে আমি কিছু জানি না। তার বাসায় যে গত ৪দিন ধরে কোনো ময়লা নেওয়া হচ্ছে না এ বিষয়ে তিনি কিছু জানেন কিনা এমন প্রশ্ন করায় তিনি ফোনটি কেটে দেন। বিষয়টি জানার জন্য তার স্ত্রীর ফোনে বার বার ফোন করা হলেও তিনি ফোনটি ধরেনি।
সংসদ সদস্যের বাসার নিরাপত্তা প্রহরির সাথে কথা বলে জানা গেছে- পরিচ্ছন্নকর্মীকে মারধরের ঘটনাটি সত্য। গত কয়েকদিন ময়লা না নিয়ে যাওয়ায় ভবনটির ২৪টি পরিবার দূর্ভোগে পরে। এই বিষয়টি নিয়ে সবাই অভিযোগ দিলে এর পর গাড়ি চালক আক্তার ও তাদের মুরব্বি জসিমের কাছে মাফ চাইলে বিষয়টি রফাদফ হয়।
Leave a Reply