সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৩৯ অপরাহ্ন
রিয়াজ মাহামুদ আজিম॥ বরিশাল সদর উপজেলার ১ নং রায়পাশা-কড়াপুর ইউনিয়নে পূর্বশত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আপন চাচাকে কুপিয়ে হত্যা করেছে ভাতিজারা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে হামলায় গুরুতর আহত ব্যক্তির সাড়ে ৬টার দিকে মৃত্যু হয়েছে। ৪২ বছর বয়সি ওই ব্যক্তির নাম আবুল হাসানাত তৈমুর রহমান। তিনি ১ নং রায়পাশা-কড়াপুর ইউনিয়নের শোলনা গ্রামের শিমুলতলা এলাকার ৯ নং ওয়ার্ডের ঘোষের বাড়ির বাসিন্দা মৃত হাতেম আলি হাওলাদারের ছেলে বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানার অফিসার ইন-চার্জ (ওসি) এসএম জাহিদ-বিন-আলম। তিনি জানান, নিজ বাড়িতে থাকা পুকুরের মালিকানা নিয়ে আবুল হাসানাত তৈমুর রহমানের বিরোধ চলে আসছিল তার আপন ভাই বরিশালের আয়কর আইনজীবী আহসান হাবিব হাসানের সাথে।
বৃহস্পতিবার নিজ বাড়িতে মাছ শিকার করেন তৈমুর রহমান। খবর পেয়ে আহসান হাবিব হাসানের দুই ছেলে তৈমুর রহমানের বসত ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরে মৃতদেহ ময়না তদন্তের জন্য শেবাচিমের মর্গে প্রেরণ করা হয়। ওসি বলেন, স্বজনদের মাধ্যমজে জানতে পেরেছি নিহতরা বরিশাল নগরীর বাংলাদেশ ব্যাংক সংলগ্ন এলাকার বাসিন্দা। এদিকে চাচা খলিল আহসান হাবিব হাসানের দুই ছেলেকে খবর দিয়ে বলেন তোমাদের মাছ সব ধরে নিয়ে যাচ্ছে। এ খবর শুনতেই তারা এ ধরনের হামলা চালাতে পারেন বলে একটি বিশ্বস্ত সুত্র নিশ্চিত করেছে।
অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। তাছাড়া মৃতদেহের ময়না তদন্তের জন্য শেবাচিমের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে রাতে এই রিপোর্ট লেখা পর্যন্ত হত্যাকান্ডের ঘটনায় কোন মামলা দায়ের হয়নি বলেও জানিয়েছেন ওসি জাহিদ বিন আলম।
Leave a Reply