সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১২:৩৪ পূর্বাহ্ন
মুলাদী প্রতিনিধি॥ মুলাদীতে টেকনিক্যাল বেতন স্কেলের দাবীতে কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে স্বাস্থ্য সহকারীরা ও পরিদর্শকরা। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা স্বাস্থ্য সহকারী ও স্বাস্থ্য পরিদর্শক এসোসিয়েশনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন বাঘা, সাধারণ সম্পাদক জিয়াউল হক টিপু, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, মহিল বিষয় সম্পাদক মরিয়ম নেছা, কোষাধ্যক্ষ খাদিজা পারভীনসহ উপজেলার সকল স্বাস্থ্য সহকারী ও পরিদর্শকবৃন্দ।
স্বাস্থ্য সহকারীরা বলেন অবিলম্বে নিয়োগ বিধি সংশোধন করে ১১, ১২ ও ১৩তম গ্রেড প্রদান করতে হবে। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচী অব্যাহত থাকবে বলেও তারা ঘোষণা দেন।
Leave a Reply