শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩৭ অপরাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি॥ পুকুরের পানিতে ডুবে বরিশালের বানারীপাড়া উপজেলায় আবিদ হোসেন নামে তিন বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার আউয়ার গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আবিদ একই গ্রামের কৃষক ইমরান হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালের দিকে পরিবারের সদস্যদের অগোচরে আউয়ার গ্রামের কৃষক ইমরান হোসেনের ছেলে আবিদ হোসেন বাড়ির পাশের পুকুরে পরে যায়। পরে দীর্ঘক্ষণ পরিবারের সদস্যরা শিশু আবিদকে না দেখলে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে তারা পুকুরে শিশু আবিদের ভাসমান মরদেহ দেখতে পায়। এ সময় পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিরা মজিদ তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply