সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ চট্টগ্রাম নগরের দামপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি এসি বাস থেকে ৫৬ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় চার ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছেন র্যাব সদস্যরা। শুক্রবার র্যাবের পক্ষ থেকে তাদের আটকের বিষয়টি জানানো হয়।
আটক চারজন হলেন- কক্সবাজার জেলার টেকনাফ গোদারবিল এলাকার জাকির আহম্মদ (৩১), কুমিল্লা জেলার মেঘনা মির্জানগর এলাকার মো. দুলাল মিয়া (৪৯), বরিশাল জেলার উজিরপুর সানুহার এলাকার মো. ফায়জুল হক খান (৪৫) ও ঢাকা জেলার সাভার উত্তর রাজাসন এলাকার পলাশ রিবারু (৫২)।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন জানান, অভিযানে ৫৬ হাজার ৩০০ পিস ইয়াবাসহ চার ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এছাড়া ইয়াবা পরিবহনে ব্যবহৃত গ্রিন সেন্টমার্টিন এক্সপ্রেস নামে একটি এসি বাস জব্দ করা হয়েছে। কক্সবাজার থেকে এসব ইয়াবা তারা ঢাকায় নিয়ে যাচ্ছিল।
মাহমুদুল হাসান জানান, আটক ইয়াবা ব্যবসায়ীর মধ্যে জাকির আহম্মদের বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি মাদকের মামলা রয়েছে। তাদের খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply