বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১২:১০ অপরাহ্ন
গৌরনদী প্রতিনিধি॥ বরিশালের গৌরনদী উপজেলায় বাসার ভেতরে ঢুকে রাসিক হাওলাদার (১৬) নামের স্কুল ছাত্রকে কুপিয়ে জখম করেছে মাদকসেবী এক যুবক। এতে রাসিকের বাম হাতের রগ কর্তন এবং বাম হাতের আঙ্গুল কেটে গেছে। আহত রাসিক খাঞ্জাপুর পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ও প্রবাসী নজরুল হাওলাদারের পুত্র।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) ওই ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে গৌরনদী পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, স্কুলছাত্র রাসিক হাওলাদার তার সহপাঠী এক ছাত্রীকে নিয়ে বৃহস্পতিবার বিকেলে সুন্দরদী এলাকায় নানা আনোয়ার হোসেনের বাড়িতে বেড়াতে আসে। ওই ঘটনাকে কেন্দ্র করে পাশের বাসার মাদকসেবী রফিক সরদার (২৫) ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে স্কুলছাত্র রাসিক হাওলাদারকে বটি দিয়ে বেধড়ক কুপিয়ে মারাত্মক জখম করে।
এতে তার বাম হাতের রগ কর্তন এবং বাম হাতের হাড় ও ৪টি আঙ্গুলের অধিকাংশ কেটে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে শেবাচিম হাসপাতাল থেকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান জানান, শুক্রবার ওই ছাত্রের মামা আকবর হাওলাদার বাদী হয়ে অভিযুক্ত তিনজনের নাম উল্লেখসহ ৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
আসামিরা হলেন রফিক সরদার, তার মা রানু বেগম, ভাগ্নিপতি শাখাওয়াত হোসেন কামরুল। মামলা দায়েরের পর পুলিশ দুপুরে অভিযান চালিয়ে প্রধান আসামির মা রানু বেগম ও শাখাওয়াত হোসেন কামরুলকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ওই ২ আসামিকে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
Leave a Reply