মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন
মোঃ মাসুদ সরদার, গৌরনদী সংবাদাতা :আগৈলঝাড়ায় ইয়াবাসহ দুই কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, শুক্রবার পুলিশের রাত্রে ডিউটির সময় উপজেলার উত্তর শিহিপাশা (কুমারভাঙ্গা) এলাকার মজিদ পাইকের বাগান থেকে দুই ইয়াবা কারবারিকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো উত্তর শিহিপাশা গ্রামের কালাচান সরদারের ছেলে মো. নুরুল ইসলাম সরদার (২০) ও একই গ্রামের বাদশা হাওরাদারের ছেলে মো. শফিক হাওলাদার (২৬)। তাদের রাত সাড়ে চারটার দিকে এসআই সুজন হালদারের নেতৃত্বে পুলিশ উল্লেখিত বাগান থেকে ৬পিচ ইয়াবাসহ গ্রেফতার করে।এ ঘটনায় ওই রাতেই এসআই সুজন হালদার বাদী হয়ে মামলা দায়ের করেছেন, নং-৪(৫.৪.১৯)। গ্রেফতারকৃত নুরুল ইসলাম ও শফিককে শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply