সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: দেশের বিভিন্ন স্কুল-কলেজের ৫ হাজার ২০৬ জন শিক্ষক নতুন করে এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) পেলেন। সোমবার (২২ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে (মাউশি) এক সভায় এমপিওভুক্তির এ সুপারিশ করা হয়।
এছাড়া বৈঠকে সংশোধনী, পদোন্নতি, টাইমস্কেল, বিএড স্কেলসহ আরও ৩ হাজার ৫৪৮ জনকে এমপিওভুক্ত করার সুপারিশ করা হয়।বৈঠকে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক। অনলাইনে এবং অফ-লাইনে আবেদন করা ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের এসব শিক্ষককে এমপিওভুক্তির সুপারিশ করা হয়।
Leave a Reply