বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৭:১২ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ শ্রাবণের শুরুতে মৌসুমি বায়ুর প্রভাবে মাঝারি থেকে ভারি বর্ষণ চলছে দেশের বিভিন্ন এলাকায়। রাজধানী ঢাকায় বিভিন্ন সড়কে পানি জমে দুর্ভোগে পড়ছে শহরবাসী।
আজ মঙ্গলবার সকাল থেকে টানা বৃষ্টি চলছে রাজধানীজুড়ে। ততে বিভিন্ন সড়কে তৈরি হয়েছে জলাবদ্ধতা। তার মধ্যেই মানুষকে বের হতে হচ্ছে জরুরি কাজে। গতকালের তুলনায় পানি আটকে থাকার পরিমাণ কম হলেও সড়কে তীব্র যানজটে ভোগান্তি পোহাতে হচ্ছে অফিসগামীদের।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, ঢাকায় মঙ্গলবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষ বিশেষ করে অফিসগামী এবং অন্যান্য যারা বিভিন্ন কাজের জন্য বাড়ির বাইরে বের হয়েছে তাদের পাশাপাশি সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন নি¤œ আয়ের মানুষ।
রাজধানীর ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে- মিরপুর-১০ গোলচক্কর, শেওড়াপাড়া, বেগম রোকেয়া সরণির কাজীপাড়া অংশ, আগারগাঁও ক্রসিং, বিজয় সরণি ক্রসিং, কলাবাগান ও মিরপুরের আসাদগেট। শান্তিনগর, মৌচাক ক্রসিং ও কাকরাইল।
আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের বেশির ভাগ স্থানে, রাজশাহী ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সাথে অস্থায়ী দমকা হাওয়া বয়ে যেতে পারে।
মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল এবং হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ, আসাম মেঘালয় প্রদেশে ভারি থেকে অতি ভারি বর্ষণের আভাস রয়েছে। তাতে বহ্মপুত্র-যমুনা ও আপার মেঘনা অববাহিককার নদ-নদীতে পানি বেড়ে বন্যা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।
দেশের নদনদীগুলোতে পানি উন্নয়ন বোর্ডের ১০১টি পর্যবেক্ষণ স্টেশনের মধ্যে ৬৬টিতে মঙ্গলবার সকালে পানি বাড়ছিল। এর মধ্যে ১৪টি নদীর ২৪টি পয়েন্টে পানি বিপৎসীমার উপরে বয়ে যাচ্ছে।
Leave a Reply