রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৪০ অপরাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ বরগুনা সদর উপজেলার ঢলুয়া এলাকায় সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় ওই এলাকার বাসিন্দারা সড়কে মাববন্ধন কর্মসূচী পালন করে।
মানববন্ধনে এলাকাবাসী জানান, ঢলুয়া থেকে সদর ইউনিয়ন পরিষদ পর্যন্ত তিন কিলোমিটার দৈর্ঘ সড়কটি দির্ঘ বছর ধরে ফেলে রাখা হয়েছে।
সড়কটি ব্যবহার করে শিক্ষার্থীসহ স্থানীয় হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকেন। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের কাছে বারবার ধর্না দিয়েও কোনো সমাধান হয়নি, এলজিইডি কর্তৃপক্ষ অথবা জনপ্রতিনিধি কোন পক্ষই পদক্ষেপ নিচ্ছেন না। যার কারনে সড়কটি দিয়ে এখন মানুষ চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। তাই বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয়দের যাতায়াতের সুবিধার্থে সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ইসরাত জাহান শিপু, মো: খোকন মিয়া, মোহাম্মদ আলী মজনু, মো: সেলিম হাওলাদার প্রমূখ। এ বিষয়ে এলজিইডি বরগুনার নির্বাহী প্রকৌশলী এস.কে আরিফুল ইসলাম বলেন, শীঘ্রই সড়কটি মেরামতের জন্য বরাদ্দ দেয়া হবে।
Leave a Reply