বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ বরগুনার বেতাগী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও কাজীর হাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম আহমেদ এর বাসায় গতকাল রবিবার (৮ মার্চ) গভীর রাতে দুর্ধষ ডাকাতি সংঘঠিত হয়েছে। ডাকাতরা গৃহকর্তাকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে এবং নগদ টাকা স্বর্নালংকারসহ ২ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রবিবার সন্ধ্যা রাতে শিক্ষক সেলিম আহমেদের বাসায় শয়ন কক্ষের খাটের নিচে ডাকাতদের একজন লুকিয়ে ছিলেন। রাত আনুমানিক ১টার দিকে খাটের নিচে লুকিয়ে থাকা ওই ডাকাত সদস্য দরজা খুলে দেয়।
১০/১২ জনের সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে ঘরে প্রবেশ করে প্রথমে শিক্ষক সেলিম আহমেদকে প্রচন্ড মারধর করে এবং এতে মারাত্মক রক্তাক্ত জখম হয়। ডাকাতরা এসময় ৩ ভরি ওজনের স্বর্নালংকার ও ৫০ হাজার নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। সোমবার (৯ মার্চ) সকালে বরগুনার সহকারি পুলিশ সুপার মো. শাহজাহান মিয়া ও বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান মিয়া বলেন,‘ থানায় মামলা হয়নি , মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply