মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৯:৫৫ পূর্বাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় ভার্চুয়াল শিশু আদালতে অপ্রাপ্তবয়স্ক শিশু অলি উল্লাহ অলির জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। বুধবার সকালে বরগুনার ভার্চুয়াল শিশু ও জেলা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ আদেশ দেন।
রিফাত হত্যা মামলায় বিভিন্ন তারিখে ১৫ জন আসামি দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
তার মধ্যে আসামি অলি উল্লাহ একজন।
অলি উল্লাহর আইনজীবী হুমায়ূন কবির বলেন, আমার আসামি প্রায় এক বছর জেলহাজতে আছে। তাছাড়া জেলখানায় গুরুতর অসুস্থ সে।
দীর্ঘদিন হাজতবাস বিবেচনায় আদালত জামিন দিতে পারতেন। আমার আসামি রিফাত হত্যার সঙ্গে সম্পৃক্ত নয়।পুলিশ জোর করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়েছে।
রাষ্ট্রপক্ষে বিশেষ পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান বলেন, আসামি অলি উল্লাহ অলি স্বেচ্ছায় ম্যাজিস্ট্রেটের নিকট দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে।
এ ছাড়া ২০১৯ সালে দেশে আলোচিত যে কয়টি হত্যা মামলা হয়েছে তার মধ্যে অন্যতম রিফাত হত্যা।
আসামি অলি উল্লাহ অলি শিশু হলেও তার ভূমিকা ছিল সবচেয়ে বেশি।
Leave a Reply