সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৩৭ পূর্বাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ বরগুনার বেতাগী মহাসড়কের সোনার বাংলা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ ২জন নিহত ও ৯ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার বরগুনা-বেতাগী মহাসড়কের সোনার বাংলা বাজার সংলগ্ন এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মা ও শিশুসহ ২ জন নিহত হন। এ ঘটনার পর পরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।
নিহত মা ও মেয়ের বাড়ি বেতাগীর বিবিচিনি গ্রামে বলে জানা গেছে। তাদের নাম পরিচয় জানা যায়নি। আহতরা হচ্ছেন, বেতাগী থানার পুলিশ কনস্টোবল নুরুল ইসলাম (৫৫), কাঠালিয়া উপজেলার রঘুয়ারচর গ্রামের একই পরিবারের রিতা রানী (২৬), তার পুত্র হৃদয় (১), কন্যা অন্তরা (১২) ও বৃষ্টি (৩), বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতির স্কুল শিক্ষিকা সোহাগী আক্তার (৩০), তার শিশু কন্যা মার্জিয়া (২), বেতাগী উপজেলার গৃহ বধু লাবনী আক্তার (১৮) নাম জানা গেছে। আহতদের বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দেওয়া হয়েছে।
বেতাগী থানার ওসি কামরুজ্জামান মিয়া জানান, নিহতদের লাশ ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরণ করা হয়েছে। গাড়ীর চালক ও তার সহযোগীরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
Leave a Reply