রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৪৬ অপরাহ্ন
আমতলী প্রতিনিধি॥ বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের কুলাইরচর এলাকায় ইলিয়াস হাওলাদার নামের এক ব্যক্তির ভোগ দখলীয় জমি ও বাড়ী ঘর জোর করে দখল করে নেওয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার হলদিয়া ইউনিয়নের কুলাইরচর এলাকার প্রবাসী ইলিয়াস হাওলাদারের স্ত্রী খালেদা বেগম বেগম জানান, তাদের ভোগ দখলীয় জমি একই এলাকার মতলেব প্যাদা (৬০) জামাল বিশ্বাস (৪৫) রিয়াজ বিশ্বাস (২০) জোর করে দখল করার জন্য ৭ এপ্রিল দেশিয় অস্র সস্র নিয়ে তার বাড়ীতে প্রবেশ বাড়ী আইল সিমানা কেটে ফেলে। এ ঘটনায় খালেদা বেগম মতলেব প্যাদা (৬০) জামাল বিশ্বাস (৪৫) রিয়াজ বিশ্বাস(২০) কে বিবাদী করে আমতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
খালেদা বেগমের লিখিত অভিযোগে জানা যায় , মো. ইলিয়াস হাওলাদারের কবলাকৃত সম্পত্তি প্রায় ৫০ বছর ধরে ভোগে দখল করে আসছে। উক্ত সম্পত্তির প্রতি কু দৃষ্টি পরে একই এলাকার মতলেব প্যাদা গংদের। শুক্রবার মতলেব প্যাদা লাঠি সোটা নিয়ে ইলিয়াস হাওলাদারের বাড়ীতে ঢুকে বাড়ীর আইল সিমানা কেটে ফেলে ও তার স্ত্রী খাদো বেগমকে জীবন নাশের হুমকি প্রদান করেন।
খালেদা বেগম বলেন, একাধিক মামলার আসামী মতলেব প্যাদা আমার স্বামী বিদেশ থাকে এই সুয়োগে আমাদের ভোগদখলীয় জমি ও বাড়ী ঘর জোর করে দখল করার জন্য বাড়ীর আইল সিমানা কেটে ফেলে এবং আমাদের জীবন নাশে হুমকি দেয়। এ ব্যাপারে অভিযুক্ত মতলেব প্যাদার কাছে জানতে চাইলে তিনি এ বিষয় কোন কথা বলবেন না বলে জানান।
আমতলী থানার এস আই শুভ বাড়ৈ মুঠোফোনে জানান, অভিযোগ পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করে উভয় পক্ষকে তাদের কাগজ পত্র সহ থানায় আসার জন্য বলা হয়েছে।
আমতলী থানার অফিসার ইনচার্জ মো. শাহআললম হাওলাদার মুঠোফোনে বলেন, অভিযোগ পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply