রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:২৫ পূর্বাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ ঘুষ নেয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় বরগুনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) এক কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। এছাড়া একই ঘটনায় আরো দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ ঘটনার বরখাস্ত হওয়া দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে বরগুনার এলজিইডির নির্বাহী প্রকৌশলী এস কে আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
চাকরিচ্যুত ওই কর্মকর্তা হলেন- বরগুনার এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের মেকানিক্যাল ফোরম্যান মো: জিয়াউর রহমান।
এ ছাড়া সাময়িক বরখাস্ত কর্মকর্তারা হলেন- এলজিইডির সদর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো: মিজানুর রহমান ও এলজিইডির আমতলী উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের হিসাব রক্ষক মো: হুমায়ুন কবির।
এ ব্যাপারে বরগুনা এলজিইডি নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, বরখাস্ত হওয়া দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। মামলার রায় অনুযায়ী বরখাস্ত হওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply