সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:০৯ পূর্বাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ বরগুনার বামনা উপজেলার সোনাখালী গ্রামের খাল থেকে রিপন (৩৫) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রিপন সোনাখালী গ্রামের আব্দুর রশিদ হাওলাদারের দ্বিতীয় সংসারের বড় ছেলে।সোমবার সকালে (২৩ সেপ্টেম্বর) খাল থেকে লাশটি উদ্ধার করে বামনা থানা পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রিপনের বাবার দুটি সংসার। দুই সংসারের ছেলে-মেয়েরা সবাই আলাদা বাড়িতে বসবাস করে। প্রথম সংসারের ছেলে ইলিয়াসের সঙ্গে দ্বিতীয় সংসারের ছেলেদের মামলা চলছিল। রিপন আট মাস আগে দুবাই থেকে দেশে ফিরে এসে একটি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তিনি দুই সন্তানের জনক।
এ ব্যাপারে নিহত রিপনের বাবা বলেন, গত রাত ১১টায় রিপন বাড়ি থেকে হাত-পা ধোয়ার জন্য বের হয়ে আর বাড়ি ফেরেনি। এ সময় অনেক খোঁজা-খুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আমার দুই সংসারের ছেলেদের মধ্যে মামলা চলছে। প্রথম সংসারের ছেলে ইলিয়াস রবিবার (২২ সেপ্টেম্বর) জেল থেকে ছাড়া পায়। আর ওইদিন রাতেই এই ঘটনা ঘটে। ধারণা করছি, ওরা (প্রথম সংসারের ছেলেরা) তাকে মেরে ফেলেছে।
বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুজ্জামাসন বলেন, খালে ভাসমান যুবকের লাশের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে লাশ থানায় নিয়ে এসে সুরাতহাল রিপোর্ট তৈরি করা হয়। এরপর লাশটি ময়না তদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে রিপনের মৃত্যু হয়েছে, তা এখনো জানা যায়নি। তবে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply