মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:৩৫ পূর্বাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ বরগুনার এলজিইডি কর্তৃক ‘আইবিআরপি’ ব্রীজ প্রকল্পে নির্বাহী প্রকৌশলী কর্তৃক দরপত্র প্রক্রিয়া প্রাক্কলন তৈরীতে অনিয়ম ও দুর্নীতি করে প্রভাবশালী ঠিকাদারদের কাজ পাইয়ে দেয়ার অভিযোগে এবং তা বাতিলের দাবীতে বরগুনার আমতলীতে এলজিইডি’র তালিকাভূক্ত সাধারণ ঠিকাদাররা মানববন্ধ কর্মসূচি পালন করেছেন।
সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সংলগ্ন সদর রোড়ে র্যাব ও পুলিশের কঠোর নিরাপত্তায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন আমতলী উপজেলা ঠিকাদার সমিতির সভাপতি ও উপজেলা যুবলীগ সভাপতি জিএম ওসমানী হাসান।
বক্তব্য রাখেন ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মো. আবুল আসার নয়ন মৃধা, ঠিকাদার গাজী সফিউল আজম সোহেল, মো. ফারুক গাজী, এজেটএম সালেহ পান্নু মৃধা, মনির খান, মিরাজ হোসাইন, একে মিলন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন খান, শ্রমিক লীগ সভাপতি আসাদুজ্জামান মিন্টু মল্লিক প্রমুখ। মানববন্ধনে আমতলী উপজেলার অধিকাংশ ঠিকাদার অংশগ্রহন করেন।
বক্তরা অনতিবিলম্বে অনিয়ম ও দূর্নীতি করে ‘আইবিআরপি’ ব্রীজ প্রকল্পে বরগুনা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ফোরকান আহম্মেদ খান কর্তৃক মোটা অংকের উৎকোচের বিনিময়ে প্রভাবশালী ঠিকাদারদের কাজ পাইয়ে দেয়ার জন্য অনিয়ম করে যে দরপত্র প্রক্রিয়া ও প্রাক্কলন তৈরী করা হয়েছে তা বাতিল করার আহবান জানান। অন্যথায় পরবর্তিতে এর চেয়েও কঠোর কর্মসূচি দেয়া হবে তারা হুশিয়ারী প্রদান করেন।
উল্লেখ্য বরগুনা এলজিইডি কর্তৃক দরপত্র বিজ্ঞপ্তি নং ২/২০২০-২০২১ অর্থবছরের গত ২৮/০৭ ২০২০ তারিখে ওইজচ প্রকল্পের আওতায় ৮টি প্যাকেজ ও আইডি নাম্বার উল্লেখ করে ৩৩টি ব্রীজ নির্মাণের জন্য দরপত্র নোটিশ আহবান করা হয়। বিগত দিনে ওইজচ প্রকল্পের আওতায় একটি কাজের জন্য একটি প্যাকেজ করা হলেও এই প্রথম উক্ত প্রকল্পে ৩৩টি ব্রীজ নির্মাণের কাজকে ৮টি প্যাকেজ করে দরপত্র আহবান করা হয়েছে। এতে প্রতিয়মান হয় উল্লেখিত দরপত্র নোটিশে আহবানকৃত কাজের প্যাকেজগুলো উৎকোচের বিনিময়ে নির্দিষ্ট প্রভাবশালী ঠিকাদারকে পাইয়ে দিতে ও অনিয়ম করে চারগুন ব্যয় বৃদ্ধি দেখিয়ে প্রাক্কলনগুলো তৈরী করা হয়েছে।
এ বিষয়ে জানতে বরগুনা এলজিইডি নির্বাহী প্রকৌশলী ফোরকান আহম্মেদ খানের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি তা রিসিফ করেননি।
Leave a Reply