মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৩:৩৩ পূর্বাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ বরগুনার বেতাগীতে এক আওয়ামী লীগের নেতার ভাই ক্ষমতার দাপট দেখিয়ে দখল করে নিয়েছে উপজেলার বদনীখালি বাজারের জামে মসজিদের সামনের ছয় শতাংশ জমি। ওই জমিতেই তৈরি করেছেন পাকা দালান।
এলাকাবাসীর দাবি, ওই নেতার ভাইয়ের দখল করা জমিতেই তৈরি হওয়ার কথা ছিল বাজারের ঈদগাহের মাঠ।
উপজেলার বুড়ামজুমদার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলতাফ হাওলাদারের ভাই মো. সুলতান হাওলাদার এ জমি দখল করেছেন বলে জানা গেছে। তারা উপজেলার বদনীখালি গ্রামের মৃত আকরাম উদ্দিন হাওলাদারের ছেলে।
নাম না প্রকাশের শর্তে একাধিক বাসিন্দা বলেন, বদনীখালি বাজারের একাধিক খণ্ড সরকারি জমি আওয়ামী লীগ নেতা আলতাফ হাওলাদার অবৈধভাবে দখল করেছেন এবং বিক্রিও করেছেন। বাজারে সরকারিভাবে ডিসিআর না দেয়ার কারণে এই নেতা বেশ কয়েকটি খণ্ডের জমি নিজের মতো করে দালান করে দখলে নিয়েছে।
১৯৬৯ সালে বদনীখালি বাজারে তৈরি হয় এ জামে মসজিদটি। তারপর থেকে বাজারের জমিতেই মসজিদটি ছিল। তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাজার ভাঙার পর এ মসজিদটি সরিয়ে বাজারের দক্ষিণ পাশে সরিয়ে নেয়া হয়। কিন্তু মসজিদটির সামনের জমি দখল করে তৈরি করা হচ্ছে পাকা দালান।
২০১৮ সালের প্রথমদিকে সদ্যবিদায়ী বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) মো. রাজীব আহসান ওই জমিতে ভবন নির্মাণের জন্য মামলা দায়ের করেন। তারপরও বন্ধ হয়নি এ অবৈধ দখল।
বুড়ামজুমদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পদাধিকার বলে উক্ত বাজার কমিটির সভাপতি সৈয়দ গোলাম রব শুক্কুর মীর বলেন, এই আওয়ামী লীগ নেতাসহ তাদের ভাইদের কাছে এলাকাবাসী জিম্মি। বাজারের বেশ কয়েকটি প্লট তারা দখল করে বিক্রিও করেছেন। বর্তমানে তাদের মসজিদের সামনের ছয় শতাংশ জমি দখল করার কারণে ঈদগাহ মাঠের স্কিমও দিতে পারিনি।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলতাফ হাওলাদারের ভাই মো. সুলতান হাওলাদার বলেন, বরগুনা জেলা প্রশাসক ও স্থানীয় এমপি তাকে এই ঘর উঠাতে ব্যবস্থা করে দিয়েছেন। তবে প্রমাণাদি দেখাতে বললে তিনি রাজি হননি। বাজারের জমিতে কোনো ডিসিআর না থাকার কারণে এই জমিতে ঘর তুলেছেন বলেও তিনি জানান।
বেতাগী উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন বলেন, যারা সরকারি জমি দখল করবে তাদের কাউকেই ছাড় দেয়া হবে না। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।সুত্র,দৈনিক যুগান্তার
Leave a Reply