রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৫৯ অপরাহ্ন
তালতলী প্রতিনিধি॥ বরগুনার তালতলী উপজেলায় হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ শুরু হয়েছে। গত তিনদিনে চারজন ডায়রিয়া রোগে তালতলী বিশ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকরা বলছেন, ঋতু পরিবর্তনে ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
হাসপাতালে ভর্তি ডায়রিয়া রোগে আক্রান্ত জুলহাস মিয়া বলেন, রবিবার রাতের খাবার খাওয়ার পরে হঠাৎ বমি হয়। কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়ি। আজ সকালে হাসপাতালে ভর্তি হই।
হাসপাতালের এক শিশুরোগীর মা রুনা বেগম জানান, তার বাচ্চা তিনদিন আগে ডায়রিয়ায় আক্রান্ত হয়। হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো সুস্থ হয়নি। তাদের গ্রামে আরও শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে।
তালতলী হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শিপ্রা রানী বলেন, এখন গ্রীষ্মকালীন সময় এই সময়টায় ডায়রিয়া রোগের প্রকোপ বাড়ার কারণ হলো নিরাপদ পানি সমস্যা। উপকূলীয় অঞ্চলে বেশিরভাগ মানুষ চর এলাকায় বসবাস করে ও নিরাপদ পানি পাচ্ছে না ও গত তিন দিনে ৪ জন ডায়রিয়া রোগী ভর্তি হয় এদের মধ্যে শিশু ও বৃদ্ধরাও আছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শঙ্কর প্রসাদ বলেন, মানুষের সচেতনতার অভাব, ঋতু পরিবর্তনের কারণে এসব রোগের প্রকোপ বেড়ে গেছে। তিনি আরও বলেন, যদি মহামারি আকারে কোনো কিছু হয় তাহলে তালতলী হাসপাতালের ডাক্তাররা সামাল দিতে পারবে।
Leave a Reply