বরগুনার তালতলীতে আশ্রয়ণ প্রকল্পে মানবেতর জীবন যাপন তাদের Latest Update News of Bangladesh

সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৪৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:




বরগুনার তালতলীতে আশ্রয়ণ প্রকল্পে মানবেতর জীবন যাপন তাদের

বরগুনার তালতলীতে আশ্রয়ণ প্রকল্পে মানবেতর জীবন যাপন তাদের




বরগুনা প্রতিনিধি॥  বরগুনার তালতলীর ছোট ভাইজোড়া গ্রামে অবস্থিত মালিপাড়া আশ্রয়ণ প্রকল্পের ব্রাকে বসবাসরতরা নানা সমস্যায় জর্জরিত। এ ব্রাকে বসবাসরতদের দুরবস্থার যেন শেষ নেই। মানবেতর জীবন যাপন করছেন তারা।

‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এমন স্লোগানকে সামনে রেখে সরকারি উদ্যোগে ২০০১ সালে তালতলীর ছোট ভাইজোড়া গ্রামে মালিপাড়া আশ্রয়ণ প্রকল্পে টিনশেডের ৪টি ব্রাক তৈরি করা হয়। এই ব্রাকের ঘরগুলোতে বসবাসের জন্য ৪০টি ভূমিহীন পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ব্রাক নির্মাণের পর একবার নামমাত্র সংস্কার করা হয়েছিল।

বর্তমানে এ ব্রাকগুলো অবস্থা এতটাই খারাপ ছাউনীর টিন ছিদ্র হয়ে বৃষ্টির পানি পরছে। অনেক টিনে মরিচা ধরে খসে পড়ছে। বসবাসরতরা চালের ওপর পলিথিন দিয়ে কোনো রকম বৃষ্টির পানি থামানোর চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন। ভারী বৃষ্টিতে এ ব্রাকে থাকতে না পেরে বসবাসরত অনেক বাসিন্দা আশ্রয়ণ ছেড়ে অন্যত্র চলে গেছেন।

একাধিক ভুক্তভোগীরা জানান, এ আশ্রয়ণ প্রকল্পের ব্রাকগুলো এখন বসবাসের উপযোগী নয়। বৃষ্টি এলেই ঘরে পানি পড়ে বিছানাপত্র ভিজে যায়। তখন বিছানাপত্র গোছ-গাছ করে বসে থাকতে হয়। রয়েছে নিত্য প্রয়োজনীয় সুপেও পানির সংকট, ভাঙ্গাচোরা নাজুক স্যানিটেশন ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থাও রয়েছে অত্যন্ত বেহাল। আশ্রয়ণে বিদ্যুতের খুঁটি এনে রাখা হয়েছে কয়েক মাস আগে কিন্তু এখনও সংযোগ দেয়া হয়নি। এ ছাড়াও খাদ্য সহায়তার কোনো প্রকল্প নেই এ আশ্রয়ণে বসবাসরতদের জন্য। এ সকল সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের কাছে বারবার ধরনো দিয়েও মিলছে না কোনো প্রতিকার।

বসবাসরতরা অতি দ্রুত আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো সংস্কারসহ সকল সমস্যা সমাধানের মাধ্যমে ব্রাকগুলো বসবাসের উপযোগী করে তোলার জন্য সরকার ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবী জানিয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য মো. খালেক মাসুদ বলেন, আমি যে বরাদ্দ পাই তা দিয়ে আশ্রয়ণ প্রকল্পটি উন্নয়ন করা সম্ভব নয়। আমি রাস্তাঘাট ঘর মেরামত এবং বিদ্যুতের জন্য চেষ্টা করছি। আশ্রায়ণবাসীদের দুর্দশার ব্যাপারে উপজেলার সংশ্লিষ্ট দপ্তর দেখবেন।

উপজেলা সমাজসেবা অফিসার মো. শফিকুল আলম বলেন, মালিপাড়া আশ্রয়ণ প্রকল্পের ফাইলটি পূর্ববর্তী আমতলী উপজেলা পরিষদে রয়ে গেছে। ২০১৩ সালে তালতলী পূর্নাঙ্গ উপজেলা হলেও আশ্রয়ণ প্রকল্পের ফাইলগুলো এখনও আমতলী উপজেলায় রয়েছে।

তালতলী উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ মুঠোফোনে বলেন, আশ্রয়ণ প্রকল্পটির সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট দফতরকে অবগত করে দ্রুতই ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD