মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৩:২৬ অপরাহ্ন
আমতলী প্রতিনিধি॥ বষাকাল মানেই খাল বিলে থই থই পানি। টানা ভারি বৃষ্টিপাতে নদী-নালাসহ খাল-বিলগুলো ফিরে পায় নতুন যৌবন। ঠিক তেমনি বরগুনার আমতলীতে ভারি বৃষ্টিপাতের কারণে বিভিন্ন নদী, খাল, বিল ও ডোবাতে বাড়ছে পানি। পানির গতির সাথে নিম্নাঞ্চল এলাকার ফসলি জমিগুলো পানিতে তলিয়ে থাকায় বাছড়ে মাছ শিকারিদের আনাগোনা। এ কারণে মাছ ধরার ফাঁদ বাঁশের তৈরি ‘চাই’ এর কেনাবেচার ধুম পড়েছে বরগুনার আমতলী উপজেলার বাজারগুলোতে।
সরেজমিনে বুধবার উপজেলার সর্ববৃহৎ সাপ্তাহিক হাট আমতলী বাজার ঘুরে দেখা গেছে, দূরদূরান্ত থেকে মানুষ এসে বাঁশ দিয়ে হাতে তৈরি মাছ ধরার ফাঁদ ‘চাই’ কিনছেন। মহামারি করোনায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা দেশীয় মাছের স্বাদ গ্রহণ করতে আর বাড়িতে বসে অবসর সময় কাটাতে গ্রামের খাল, বিল ও উন্মুক্ত জলাশয়ে মাছ শিকারে ব্যস্ত হয়ে পড়ছেন।
একই সাথে বাজারে মাছ ধরার সরঞ্জাম ‘চাই’ বিক্রিও বেড়েছে। আর এ মাছ ধরার ফাঁদ ‘চাই’ তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগর ও তাদের পরিবার। উপজেলার চাওড়া ইউনিয়নের পাতাকাটা ও হলদিয়া ইউনিয়নের পূর্ব চিলা গ্রামেই এই ‘চাই’ বেশি তৈরি হয়। চাই তৈরিতে বাঁশ কেনা থেকে শুরু করে বাঁশ কাটা ও তা দিয়ে শলাকা তৈরি করতে দিনের শুরু থেকে সন্ধ্যা অব্দি কেটে যাচ্ছে তাদের সময়। একটি ভালো জাতের বাঁশ থেকে কমপক্ষে ৭/৮টি ‘চাই’ তৈরি করা যায়। আর ছোট বড় প্রতিটি ‘চাই’ বিক্রেতারা ১০০ থেকে ২০০ টাকা মূল্যে বিক্রয় করছেন।
Leave a Reply