রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:১৭ পূর্বাহ্ন
বরগুনা সংবাদদাতা: সমুদ্রে মাছ ধরায় জেলেদের নতুন করে ৬৫ দিনের অবরোধ দেয়ায় ফুঁসে উঠেছে বরগুনার মৎস্যজীবীরা। ৬৫ দিনের এ অবরোধ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল-সমাবেশ, নৌমিছিল, মানববন্ধন ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন তারা।রোববার সকালে বরগুনার বিভিন্ন উপজেলা থেকে নৌপথে বিক্ষোভ মিছিল নিয়ে বরগুনা প্রেস ক্লাব প্রাঙ্গণে জড়ো হয় শত শত জেলে।
এরপর সেখান থেকে শুরু হয় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। সমাবেশ শেষে ৬৫ দিনের এ নিষেধাজ্ঞা তুলে নেয়ার অনুরোধে বরগুনার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দেয়া হয়।
সমাবেশে বক্তারা বলেন, এমনিতেই সমুদ্রে এখন আর আগের মতো মাছ পাওয়া যায় না। তার ওপর জলবায়ু পরিবর্তনের ফলে আগের মতো সমুদ্রে মাছ ধরতে পারেন না জেলেরা। এছাড়া জাটকা সংরক্ষণ সপ্তাহ, ইলিশের প্রজনন মৌসুমের কারণেও বছরের দীর্ঘ সময় সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকে। এরপর নতুন করে ৬৫ দিনের এ নিষেধাজ্ঞা জেলেদের মারাত্মক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
এসময় বক্তারা আরো বলেন, নতুন করে আরোপ করা এ ৬৫ দিনে নিষেধাজ্ঞা বাতিল করা না হলে বেকার হয়ে পড়বে উপকূলের হাজার হাজার জেলে। তাই মৎস্যজীবীরা দ্রুত নতুন করে আরোপ করা ৬৫ দিনের এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান।
Leave a Reply