মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে ফেইজবুকে নেতিবাচক মন্তব্য করায় মহানগরীর বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) পুলিশ ফাঁড়ি’র ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সাঈদ আসাদকে ক্লোজড করা হয়েছে। একই সাথে তার স্থলে পুলিশের অপর এক এসআইকে দায়িত্ব দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে মহানগর পুলিশের মুখপাত্র ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি) মো. নাসির উদ্দিন মল্লিক এই তথ্য নিশ্চিত করেছেন। তবে তার দাবী প্রশাসনিক কারনে ফাঁড়ি ইনচার্জকে ক্লোজড করে পুলিশ লাইন্সএ সংযুক্ত করা হয়েছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানিয়েছে, ‘ববিতে উপাচার্যের অপসারনের দাবিতে গত ২৬ মার্চ থেকে আন্দোলন কর্মসূচি পালন করে আসছে শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন কর্মসূচিকে ইঙ্গিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নেতিবাচক মন্তব্য করেন বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাঈদ আসাদ।
শিক্ষার্থীরা বলেন, এসআই আসাদের এমন নেতিবাচক আচরণের বিষয়টি আমরা মহানগর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছি। এর পরেই এসআই আসাদকে বরিশাল বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ি থেকে ক্লোজড করে অপর একজনকে দায়িত্ব দেয়া হয়েছে।
তবে এসআই আসাদ এর স্থলে কাকে বিশ্ববিদ্যালয় ফাঁড়ি’র ইনচার্জ এর দায়িত্ব দেয়া হয়েছে রাতে সে বিষয়ে তথ্য জানাতে পারেননি নগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার নাসির উদ্দিন মল্লিক।
Leave a Reply