বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:০৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি॥ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ জেলা পর্যায়ের খেলায় প্রথমবার অংশ গ্রহন করেই দারুন নৈপুন্য দেখিয়ে বরিশাল সিটি কর্পোরেশন একাদশ। তারা প্রথমবার অংশগ্রহন করেই ৪-০ গোলের বিশাল ব্যবধানে মেহেন্দিগঞ্জ উপজেলাকে হারিয়ে ফাইনালে উঠেছেছে।
শনিবার বিকেল ৪টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডগাপ ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় সেমিফাইনালে মেহেন্দিগঞ্জের মুখোমুখি হয় বরিশাল সিটি কর্পোরেশনের বালক দল। শুরুতেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ফলে প্রথমার্ধে কোন দলই গোল করতে পারেনি।
দ্বিতীয়ার্ধের খেলায় অসাধারণ নৈপুন্য সৃষ্টি করে বরিশাল সিটি টিম। তারা দ্বিতীয়ার্ধে পর পর ৪টি গোল করলেও বল নিয়ে গোল পোস্টে পৌছতে পারেনি মেহেন্দিগঞ্জের কিশোররা।
ফলে শেষ পর্যন্ত খেলার ফলাফল দাড়ায় বরিশাল সিটি কর্পোরেশন ৪ ও মেহেন্দিগঞ্জ উপজেলা শূণ্য। বরিশাল সিটি কর্পোরেশন দলের পক্ষে শংকর সর্বোচ্চ ২টি এবং রাব্বি ও জাহিদ একটি করে গোল করেন।
এদিকে দিনের প্রথম সেমিফাইনালে গৌরনদী’র মুখোমুখি হয় মুলাদী উপজেলা’র কিরোররা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় গৌরনদী মুলাদী উপজেলাকে ২-১ গোলে পরাজিত করে ফাইনালে উঠে যায়। বিজয়ী দলের পক্ষে নিয়াজ মাহমুদ অর্ণব ও রবিউল আলম একটি করে গোল অর্জন করেন।
আজ রোববার দুপুর ৩টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে বরিশাল সিটি কর্পোরেশনের মুখোমুখি হবে গৌরনদী উপজেলা।
Leave a Reply