শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন
মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ বরিশালের বানারীপাড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ভাস্কর্য রক্ষায় “বাঙ্গালী জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান” স্লোগানকে সামনে রেখে উপজেলার সকল কর্মকর্তা ও কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত কয়েছে।
১২ ডিসেম্বর সকাল ১০ টায় উপজেলা চত্তরে মানববন্ধন কর্মসূচি পালন শেষে নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে বঙ্গবন্ধুর ওপরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে।
উপজেলা প্রশাসনের আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে অংশ নেন চাখার সরকারি ফজলুল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মফিজুর রহমান, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন, ওসি (তদন্ত) জাফর আহম্মেদ, প্রাণী সম্পদ কর্মকর্তা বিপুল কুমার নাগ, মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহসিন উল হাসান, নির্বাচন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ,মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রাণী সেন, সমবায় কর্মকর্তা আফসানা সাখী, সমাজ সেবা কর্মকর্তা পার্থ সারথী দেউরী,
পরিসংখ্যান কর্মকর্তা আব্দুর রহমান, সহকারী প্রোগ্রামার হাফিজ আল আসাদ,যুব উন্নয়ন কর্মকর্তা সাহনাজ আকতার, তথ্য সেবা কর্মকর্তা ফয়জুন নেচ্ছা খানম, ইউএনওর অফিস সহকারী মতিউর রহমান, প্রেসক্লাবের সহ-সভাপতি কেএম শফিকুল আলম জুয়েল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিক শাহিন, সম্পাদক ফয়েজ আহমেদ শাওন, উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক জাহিদ হোসেন প্রমুখ।
Leave a Reply