বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন
মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ বাঙালী জাতী যখন পাকিস্তানীদের দারা সকল প্রকার নির্যাতন সহ্য করে তাদের ভাগ্যের সূর্য্য অস্তমিত হতে দেখে একজন আরাধ্য সন্তানের প্রার্থনা করছিলেন তখন টুঙ্গিপাড়ার মেঠোপথ থেকে বেড়ে ওঠা সেই খোকা বাঙালী জাতীর ভাগ্যাকাশে উদীত হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয়ে। যিঁনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী। তাঁর যোগ্য নেতৃত্বের হাত ধরেইস্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে।
জাতীর এই আরাধ্য সন্তানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বরিশালের বানারীপাড়া উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন আলোচনা সভার আয়োজন করেন। ১০ ফেব্রুয়ারী বিকেলে বানারীপাড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের আব্দুর রব মৃধার মাঠে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শাহে আলম। স্বাধীনতার প্রতীক নৌকায় ভোট দেওয়ার জন্য পৌরবাসীকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত বিভাগের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এমপি শাহে আলম আহবান জানান।
সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লার সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আনিচুর রহমান, সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট তালুকদার মো. ইউনুস।
উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অধ্যাপক আশ্রাফুল হাসান সুমনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক, পৌর মেয়র ও পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এডভোকেট সুভাষ চন্দ্র শীল, বরিশাল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মাওলাদ হোসেন সানা, উপজলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বানারীপাড়া উপজেলা সভাপতি অধ্যাপক মন্টু লাল কুন্ডু, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, বানারীপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান যুআইকন নুরুল হুদা, সহ-সভাপতি ও চাখার ইউপির চেয়ারম্যান খিজির সরদার, বাইশারী ইউপির সাবেক চেয়ারম্যান ও সহ-সভাপতি তাজেম আলী হাওলাদার,
সলিয়াবাকপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও সহ-সভাপতি মজিবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আক্তার হোসেন মোল্লা, আব্দুল জলিল ঘরামী, সাংগঠনিক সম্পাদক ও ইলুহার ইউপির চেয়ারম্যান সহিদুল ইসলাম, চাখার ইউপির সাবেক চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ মজিবুল ইসলাম টুকু, সহ-প্রচার সম্পাদক ও বিশারকান্দি ইউপির চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত, উদয়কাঠি ইউপির সাবেক চেয়ারম্যান ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুন-অর-রশিদ স্বপন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উদয়কাঠি ইউপির বর্তমান চেয়ারম্যান রাহাত আহম্মেদ ননী, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক অধ্যাপক জাকির হোসেন, বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন, সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা, উপজেলা যুবলীগ নেতা মু. মুনতাকিম লস্কর কায়েস, সুমম রায় সুমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন হোসেন মোল্লা, সহ-সভাপতি মমিনুল কবির মিঠুন, সাধারণ সম্পাদক ফোরকান আলী হাওলাদার, যুগ্ম-সম্পাদক শাকিল আহম্মেদ, পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল মাল ও সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমূখ।
Leave a Reply