রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এবং দলীয় কার্যালয় ভাংচুর করার ঘটনার মামলার আসামিকে দিয়ে ত্রান সামগ্রী বিতরন করায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানাগেছে, গেল জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন রাতে ১নং রায়পাশা কড়াপুড় ইনিয়নের ৯ নং ওয়ার্ডের আওয়ামী লীগের দলীয় অফিস ভাংচুর ও বঙ্গবন্ধুর ছবি কুপিয়ে নষ্ট করার ঘটনায় ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আনোয়ার হোসেন আয়নাল বাদী হয়ে মামলা দায়ের করে।
মামলার ২নং আসামি ইউনিয়ন পরিষদের মেম্বর আবুল বাসার ঐ মামলা থেকে জামিনে বের হয়। গত বুধবার বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র ত্রান সামগ্রী ২শত অসহায় দুঃস্থ পরিবারের মাঝে বিতরনের জন্য দেয়া হলে। মামলার বাদী ওয়ার্ড আঃলীগ সভাপতি আনোয়ার হোসেন আয়নাল,সাধারণ সম্পাদক আলকাছ বঙ্গবন্ধুর ছবি কুপিয়ে দলীয় অফিস ভাংচুর করা মামলার আসামি ইউপি সদস্য আবুল বাসারের মাধ্যমে ত্রান সামগ্রী বিতরন করায়৷ অভিযোগ পাওয়া গেছে, মামলার বাদী ইউপি সদস্য আবুল বাসারের সাথে গোপন সক্ষতা গড়ে মোটা অংকের টাকা নিয়ে মামলা উঠানোর পায়তারা চালানো হচ্ছে।
যে কারনে আঃলীগের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধুর ছবি কুপিয়ে দলীয় অফিস ভাংচুর করার মত কর্মকান্ড করার পরে মামলা দায়ের করেও সেই আসামি দ্বারা ত্রান সামগ্রী বিতরন করার মত ঘটনা ঘটিয়ে সমালোচনার ঝড় সৃষ্টি হয়েছে। এ বিষয়ে, কথা বলতে চাইলে বিষয়টি ধামাচাপা দিতে একাধিকবার লবিং তদ্বির করতে কয়েক মহল দ্বারা চেষ্টা চালাচ্ছে কতিপয় সুবিধাবাদী হাইব্রিড আঃলীগ নেতারা। অপরদিকে অভিযোগ পাওয়া গেছে, আঃলীগ অফিস ও বঙ্গবন্ধুর ছবি কুপিয়ে নষ্ট করা মামলার আসামির দ্বারা ত্রান সামগ্রী ২শ পরিবারের মাঝে বিতরন করার কথা থাকলেও ৮০/৯০ টি পরিবারের মাঝে বিতরন করছে।
বাকী ত্রাণ ইউপি সদস্য আবুল বাসার সংশ্লিষ্ট ওয়ার্ড আঃলীগ নেতাকর্মীদের সাথে সক্ষতা গড়ে আত্মসাৎ করেছে বলেও জানা গেছে। এবিষয়ে মামলার বাদী ওয়ার্ড আঃলীগ সভাপতি আনোয়া হোসেন আয়নালের কাছে জানতে চাইলে তিনি বলেন, এটা আমার কাছে খুবই খারাপ এটা সম্পর্কে আমার জানা নাই। ত্রান বিতরণ সময় কেন বাশার সম্পৃক্ত হইছে এটাও আমার জানা নাই। মাননীয় মেয়র মহোদয়ের বাড়ির পাশে আমার বসবাস,সেখানে একজন কেয়ারটেকার আছে, সে আমাকে বলছে, ত্রান পাওয়ার মত যারা গরিব-দুখী মানুষ আছে তাদের সহযোগিতা করেন আমি তাদের সহযোগিতা করছি। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন,আবুল বাশার যে কাজটি করেছ এটা আমার কাছে খারাপ ।এই বলে তিনি মুঠো ফোন কেটে দেন।
অপরদিকে ওয়ার্ড আঃলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃআলকাছ হাওলাদার এ বিষয়ে প্রতিবেদককে জানায়, গতকাল মাননীয় মেয়র মহোদয়ের ত্রান সামগ্রী বিতরন কালে হঠাৎ করেই বিএনপি দলীয় ইউপি সদস্য আবুল বাশার এসে সরকার দলীয় আঃলীগের ত্রান বিতরণ করে।
বিগত জাতীয় নির্বাচনে দলীয় অফিস এবং বঙ্গবন্ধুর ছবি কুপিয়ে ভাংচুর করার ঘটনায় ওয়ার্ড আঃলীগ সভাপতি আনোয়ার হোসেন আয়নাল বাদী হয়ে মামলা দায়ের করেছিল।পরবর্তীতে সে মামলা উঠিয়ে নেয়া হয়েছে বলে তার জানা আছে। আঃলীগ সরকারের দেয়া ত্রান সামগ্রী বিএনপি দলীয় ইউপি সদস্য আবুল বাসার দ্বারা প্রদান করার বিষয়টি উপস্থিত অন্য সকলে বাধা না দেয়ার বিষয়টি সত্যই খুবই দুঃখ জনক। এ বিষয়ে এলাকা জুড়ে আঃলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা ক্ষোভ প্রকাশ করে এবং মেয়র বরাবর বিষয়টি অভিযোগ করবে বলেও একাধিক আঃলীগ নেতা কর্মীরা জানায়।
সকল অভিযোগ অস্বিকার করে আবুল বাশার বলেন,আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছিলো।
Leave a Reply