রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৪:০৯ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ একাত্তরে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে আপামর জনসাধারণের সাথে যেভাবে এদেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশটাকে স্বাধীন করেছে তাতে বাংলাদেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা বিরাট একটি ঐতিহ্য ও চেতনার ধারক ও বাহক।
“জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতির পিতার ভাস্কর্য ভেঙ্গে ফেলা ও ভাস্কর্য নির্মাণে বাধা প্রদানের ষড়যন্ত্রের বিরুদ্ধে শনিবার (১২ ডিসেম্বর) সকাল দশটার সময় নগরীর অশ্বিনী কুমার টাউন হলে বরিশাল বিভাগ ও জেলার সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে আয়োজিত প্রতিবাদ সভায় পুলিশ কমিশনার বিএমপি মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার এ কথা বলেন।
তিনি বলেন, “বঙ্গবন্ধু বলেছিলেন, ‘আমি মানুষ, আমি মুসলমান, আমি বাঙালি ; আর এটাই আমাদের জাতীয় সত্তার পরিচয়’। জাতির পিতা আমাদের শিখিয়েছেন, কিভাবে জাতীয় সত্তার ভিতর ধর্মকে ধারণ করতে হয়। আমরা হৃদয়ে ধারণ করে ইতোমধ্যে তা বিশ্বকে দেখিয়েছি। আমরা ধর্মপ্রাণ মুসলমান। আমাদের রয়েছে হাজার বছরের সংস্কৃতি, রয়েছে জারি-সারি, ভাটিয়ালি, কবিতা, ভাস্কর্য, পল্লীগীতি, লালনগীতি, পালা গান, যাত্রা গান; এইতো আমাদের পরিচয়।”
এসময় তিনি পাকিস্তানের দোসরদের উদ্দেশ্যে বলেন, ‘বঙ্গবন্ধুর এক তর্জনীর ইশারায় লাখো শহীদের রক্ত ও মা বোনদের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। বাঙালি জাতি একটি জায়গায় আপোষহীন, আর তা হল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । তাই আমাদের ইসলাম ধর্মকে জাতীয় সত্তার মুখোমুখি দাঁড় করিয়ে বাংলাদেশের মৌলিক জাতীয় সত্তার বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে, বাংলাদেশের হাজার বছরের লালিত সংস্কৃতির বিরুদ্ধে কোন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হবেন না। তাহলে কিন্তু সরকারি কর্মকর্তা-কর্মচারীরা শুধুমাত্র কলম পেশায় ন্যস্ত থাকবেনা ; তারাও কিন্তু রুখে দাঁড়াবে, প্রতিবাদ মুখর হবে, প্রয়োজনে প্রতিরোধ গড়ে তুলবে।
এসময় আরো উপস্থিত ছিলেন বরিশালের সম্মানিত বিভাগীয় কমিশনার ডঃ অমিতাভ সরকার, সম্মানীত জেলা ও দায়রা জজ জনাব রফিকুল ইসলাম, সম্মানীত জেলা প্রশাসক জনাব এস. এম অজিয়র রহমান, বরিশালের সম্মানিত সিভিল সার্জন ডক্টর মনোয়ার হোসেন সহ বরিশাল মেট্রোপলিটন পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সরকারি সকল দপ্তর প্রধান, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উল্লেখ্য যে, তার আগে বরিশাল বিভাগ ও জেলার সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে
“জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান” এই শ্লোগানকে সামনে রেখে একটি প্রতিবাদ র্যালী বরিশাল সার্কিট হাউজের সামনে থেকে শুরু হয়ে অশ্বিনী কুমার টাউন হলে এসে শেষ হয়।
Leave a Reply