রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১২:২৭ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধিঃ বাবুগঞ্জে মাসব্যপি শোক পালনের ধারবাহীকতায় উপজেলার দেহেরগতি ইউনিয়ন আওয়ামীলীগসহ সকল সহযোগী সংগঠনের উদ্যোগে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শোক র্যালী, আলোচনা সভা, দোয়া -মোনাজাত ও তবারক বিতরন করা হয়।
শুক্রবার (২৩আগষ্ট) বিকালে উপজেলার সরকারি আবুল কালাম ডিগ্রী কলেজ মিলনায়তনে আয়োজিত শোক সভায় সাবেক ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা শাহজাহান সিকদারের সভাপতিত্বে ও ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার,সহ-সভাপতি মোঃ শাহিনুল ইসলাম সিকদার, বীরপ্রতিক রত্তন আলী শরীফ, যুগ্ন-সস্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সস্পাদক আক্তারুজ্জামান মিলন,যুবলীগ নেতা সুজন ফকির। এসময় উপস্থিত ছিলেন বিজ্ঞান গবেষনা বিষয়ক সস্পাদক শাহিনুর রহমান সিকদার, দেহেরগতি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, মাধবপাশা ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন, উপজেলা যুবলীগের সাধারন সস্পাদক মাসুদ করিম লাভু, দেহেরগতি ইউনিয়ন আ’লীগের সভাপতি রশিদ মোল্লা, সাধারন সস্পাদক কাঝী জসিম উদ্দিন শুভ, সহ-সভাপতি মাঝী মোঃ মাসুম রেজা, সাবেক ইউপি সদস্য আজিজুল ইসলাম বাবুল ফকির, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সস্পাদক কাজী আরিফুর রহমান অপু, আলীগ নেতা মোঃ পলাশ সিকদার, রছি খান, ছাত্রলীগ নেতা ফাইজুল হক, মুমিন হাওলাদার,সাইফুল ইসলাম প্রমুখ ।
এসময় বক্তারা বলেন শুধু বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষীকি পালন করলেই হবে না তার আদর্শ বুকে ধারণ করতে হবে। আওয়ামীলীগ নেতাদের একতাবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে হবে।
আওয়ামীলীগ ধ্বংসের জন্য পচাত্তরে যারা বঙ্গবন্ধুর স্বপরিবারে হত্যা করেছিলো তাদের সহদ্বরগন এখনোও সমাজে বিচারণ করছে।
Leave a Reply