মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৭:৫৪ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধিঃ স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শোকর্যালি, আলোচনা সভা, দোয়া-মোনাজাত ও তোবারক বিতরন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ভুতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয় হলরুমে এ কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সরদার মোঃ খালেদ হোসেন স্বপন।
ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আঃ রহিম মাষ্টার ও সাধারন সম্পাদক মাহবুব আলম মাসুম মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল মন্নান হাওলাদার, নজরুল ইসলাম হাওলাদার, যুগ্ম সাধারন সম্পাদক মোস্তফা কামাল চিশতী, খন্দকার কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আহম্মেদ শিল্পি, মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসি,
মুক্তি যোদ্ধা ডেপুটি কমান্ডার করিম হাওলাদার, কেদারপুর ইউনিয়ন চেয়ারম্যান নুরে আলম বেপারি, আগরপুর ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আমীর হোসেন মৃধা,আব্দর রাজ্জাক আকন, মিজানুর রহমান প্যাদা, নুরুজ্জামান জামাল ফকির, কামাল হোসেন আকন, যুবলীগের সহ-সভাপতি আনিচুর রহমান মোল্লা, রহমতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম মাস্টার উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এইচ, এম কামাল হোসেন, আবুল কালাম কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম, যুবলীগ নেতা সেলিম জমাদ্দার , ছাত্রলীগ নেতা ওবায়দুল হক জুয়েল ,জহিরুল ইসলাম মুরাদ, প্রসেনজিৎ দাস অপু, ফারুখ হোসেন, সাব্বির হোসেন আলিফ,মিলন হাওলাদার প্রমুখ।
এর পূর্বে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সরদার মোঃ খালেদ হোসেন স্বপন এর নেতৃত্বে একটি বিশাল শোক র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সভাস্থলে এসে শেষে হয়।
অনুষ্ঠি সভায় বক্তারা বলেন,১৫ আগষ্টের কথা জাতী কখনো ভূলতে পারবে না। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে জাতি হারিয়ে জাতীর পিতা,বিশ্ব হারিয়েছে মহান নেতা। এ ক্ষতি অপূরণীয়।
Leave a Reply