রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক//
বরিশালের উজিরপুরের বামরাইল ইউনিয়নের একটি বিদ্যালয়ের মাঠ থেকে বিষ্ফোরিত ও অবিষ্ফোরিত অবস্থায় কয়েকটি বোমা উদ্ধার করেছে থানা পুলিশ।রোববার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে বামরাইল ইউনিয়নের ধামসর গ্রামের সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে এ বোমাগুলো উদ্ধার করা হয়। যারমধ্যে ২ টি বিষ্ফোরিত হাতবোমা (ককটেল) এবং ২ টি অ-বিষ্ফোরিত হাতবোমা (ককটেল) ও ৩ টি পেট্রোলবোমা রয়েছে।উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান, স্থানীয়রা বোমা বিষ্ফোরনের শব্দ পেয়ে থানা পুলিশকে অবহিত করেন।
পরে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের একপাশ থেকে বোমাগুলো উদ্ধার করে। তিনি বলেন, দুর্বৃত্তরা জনমনে আতংক সৃষ্টি করতে ককটেল বিস্ফোরন ঘটিয়েছে। দুর্বৃত্তদের চিহিৃত করে গ্রেপ্তারের মাধ্যমে আইনের আওতায় আনা হবে। এছাড়াও এ ঘটনায় মামলা করা হবে।
Leave a Reply